চিন্তা দেবীও উত্তরপ্রদেশের কুশীনগর জেলার দোঘরা গ্রাম (মুসাহার বস্তি)-এর বাসিন্দা। তিনিও দীর্ঘদিন ধরে কৃষিকাজ ও সংশ্লিষ্ট শ্রমের সঙ্গে যুক্ত। নিজের জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য তিনি Action Aid ও মুসাহার মঞ্চের সঙ্গে কাজ করছেন।