দুর্গা

দুর্গা-Image

দুর্গা একজন মানবাধিকারকর্মী (HRD) এবং তিনি ActionAid India–এর সঙ্গে যুক্ত। গত দুই দশকের বেশি সময় ধরে তিনি মুসাহার জনগোষ্ঠীসহ অন্যান্য প্রান্তিক সম্প্রদায়, নারী এবং অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করে আসছেন। এই কাজের মধ্যে রয়েছে পরিচয়পত্র তৈরি করতে সাহায্য করা, সরকারি প্রকল্প ও বিভিন্ন সুযোগ-সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়া। এর আগে দুর্গা বিজ্ঞান ফাউন্ডেশন–এর সঙ্গেও যুক্ত ছিলেন। তিনি দিল্লির ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটি (IGNOU) থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।


Articles by দুর্গা


A group of rural women, dressed in colorful traditional sarees, sit on the ground in a semi-circle, attentively listening to a woman in a blue saree speaking during a community meeting held outdoors in a village_microfinance India

ডিসেম্বর 24, 2025
ঋণে জর্জরিত: ক্ষুদ্রঋণের ফাঁদে কুশিনগরের গ্রামবাসীরা
উত্তর প্রদেশে, মুসাহার জনগোষ্ঠীর মহিলারা ঋণের জন্য প্রায়শই ক্ষুদ্রঋণ সংস্থার খপ্পরে পড়ে। ঋণের বোঝা বেড়ে গেলে, পরিবারগুলি গ্রাম ছেড়ে পালায়।
Load More