রিংকু গোপ পশ্চিমবঙ্গের গুনিয়াদা গ্রামের বাসিন্দা। উনি PRADAN -এ চাষি বন্ধুর কাজ করেন এবং সরকারের পাৰম্পৰাগত কৃষি বিকাশ যোজনাতে জীবিকার কাজে সাহায্য করেন। তিনি এর আগে গুনিয়াদায় গ্রাম সংগঠনের নেত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। রিংকু সঞ্জীবনী কৃষি কাজে দক্ষ এবং উনি 200 -র বেশি কৃষকের সাথে রূপান্তরি চাষের কাজে সহযোগ করেছেন। তিনি একটি প্রযোজক গোষ্ঠী গঠনে সহায়তা করেছেন যা খামারের উৎপাদন বিক্রিতে সহায়তা করেন।
Regenerative agriculture, community mobilisation, marketing