বিক্রম জৈন FSG -র ম্যানেজিং ডিরেক্টর। FSG একটি লক্ষ্য প্রধান কনসাল্টিং ফার্ম যারা নানান কর্পোরেশন এবং ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত ভাবে সমাজে এবং কর্মস্থলে প্রগতিশীল বদল আন্তে সাহায্য করে। উনি FSG -র ইম্প্রুভ প্রাইভেট আর্লি এডুকেশন (PIPE) প্রোগ্রামের প্রমুখ। এই প্রোগ্রামটির মাধ্যমে উনি দেশের 3,00,000 সুলভ প্রাইভেট স্কুলে পাঠক্রম পাল্টে সক্রিয় শিক্ষার চলন করতে চান। উনি FSG-র গ্রোইং লাইভলিহুড অপরচুনিটিস ফর ওমেন (GLOW) প্রোগ্রামের প্রমুখ যার লক্ষ্য কম্পানীর মানসিকতা এবং অনুশীলন পরিবর্তন করে টেকসই ভাবে কম আয়ের পরিবারের এক মিলিয়নেরও বেশি নারীকে মূলধারার চাকরিতে স্থান দেওয়া।
Social Impact Consulting