বিক্রম জৈন

বিক্রম জৈন-Image

বিক্রম জৈন FSG - ম্যানেজিং ডিরেক্টর। FSG একটি লক্ষ্য প্রধান কনসাল্টিং ফার্ম যারা নানান কর্পোরেশন এবং ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত ভাবে সমাজে এবং কর্মস্থলে প্রগতিশীল বদল আন্তে সাহায্য করে। উনি FSG -র ইম্প্রুভ প্রাইভেট আর্লি এডুকেশন (PIPE) প্রোগ্রামের প্রমুখ। এই প্রোগ্রামটির মাধ্যমে উনি দেশের 3,00,000 সুলভ প্রাইভেট স্কুলে পাঠক্রম পাল্টে সক্রিয় শিক্ষার চলন করতে চান। উনি FSG-র গ্রোইং লাইভলিহুড অপরচুনিটিস ফর ওমেন (GLOW) প্রোগ্রামের প্রমুখ যার লক্ষ্য কম্পানীর মানসিকতা এবং অনুশীলন পরিবর্তন করে টেকসই ভাবে কম আয়ের পরিবারের এক মিলিয়নেরও বেশি নারীকে মূলধারার চাকরিতে স্থান দেওয়া।


Articles by বিক্রম জৈন



ডিসেম্বর 6, 2024
কর্ম বয়সী ভারতীয় মহিলারা কী চান এবং কেন?
FSG-এর এই সমীক্ষা কর্মসংস্থান গুলোর প্রতি মহিলাদের মনোভাব, পছন্দ, এবং মহিলাদের কর্ম যোগদানে পরিবার ও সমাজের ভূমিকার উপর আলোকপাত করে।
Load More