ডিসেম্বর 24, 2025
উত্তর প্রদেশে, মুসাহার জনগোষ্ঠীর মানুষেরা যন্ত্রের কারণে কাজ হারাচ্ছেন
মুসাহার জনগোষ্ঠীর মতো প্রান্তিক ও ভূমিহীন মানুষদের কাছে কৃষিকাজে মেশিনের ব্যবহারের অর্থ হলো রুজি-রোজগার হারানো।
রামাবতী দেবী উত্তরপ্রদেশের কুশীনগর জেলার দোঘরা গ্রাম (মুসাহার বস্তি)-এর বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে কৃষিকাজ ও এর সঙ্গে যুক্ত বিভিন্ন শ্রমের কাজে যুক্ত আছেন। নিজের জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের বিষয়ে তিনি Action Aid এবং মুসাহার মঞ্চের সঙ্গে কাজ করছেন।