জানুয়ারি 7, 2026
ভারতে গিগ এবং প্ল্যাটফর্ম কর্মীদের সামনে দীর্ঘ লড়াই
ইউনিয়নের জোরালো আন্দোলনের পর বেশ কয়েকটি রাজ্যে গিগ এবং প্ল্যাটফর্ম কর্মীদের জন্য সামাজিক সুরক্ষার আইন চালু হয়েছে। তবে শুধু এটুকুই যথেষ্ট নয়, আরও অনেক কিছু করা বাকি।
শেখ সালাউদ্দিন ইন্ডিয়ান ফেডারেশন অব অ্যাপ–বেসড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স (IFAT)-এর সহ- প্রতিষ্ঠাতা ও জাতীয় সাধারণ সম্পাদক। তিনি তেলেঙ্গানা গিগ অ্যান্ড প্ল্যাটফর্ম ওয়ার্কার্স ইউনিয়ন (TGPWU)-এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। এই সংগঠনটি অ্যাপ–ভিত্তিক গাড়িচালক, ডেলিভারি কর্মী এবং হোম সার্ভিস কর্মীদের প্রতিনিধিত্ব করে। এক দশকেরও বেশি সময় ধরে তিনি ন্যায্য পারিশ্রমিক, সামাজিক সুরক্ষা এবং শ্রমিক অধিকারের পক্ষে সক্রিয়ভাবে কাজ করে আসছেন। সালাউদ্দিন ভারতে গিগ ও প্ল্যাটফর্ম কর্মীদের কালেক্টিভ বার্গেনিং (সমষ্টিগত দর কষাকষি) ক্ষমতা জোরদার করা এবং তাঁদের কণ্ঠস্বরকে শক্তিশালী করার জন্য কাজ করেন।